স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা।
পুলিশের ধারন নিহতের জামাই রফিকুল সরদার এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এসময় তাকে দুর্বিত্তরা ছুড়ি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিল। এ ঘটনার তার জামাই তাকে হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে কর্মরত মেডিকেল অফিসার চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাপাতালে নিয়ে আসা হয়। তারা শরীরের কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।