সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বাজার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয়-বিক্রয়ের লক্ষে যে দামে ক্রয় সে দামেই বিক্রয় এই স্লোগান নিয়ে বরগুনায় ইয়থ ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আয়োজনে চালু হয়েছে বিনা লাভের বাজার।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় বন্ধে এ বাজারের শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
জানা গেছে, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয়সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় ইয়থ ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক সয়াবিন তেল, ডাল, আটা, আলু, পিয়াজসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন।
ইয়থ ফর বাংলাদেশ এর বরগুনা জেলার সমন্বয়ক মোঃ আশ্রাফুল ইসলাম শুভ বলেন, সারাদেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ইউথ ফর বাংলাদেশ সারাদেশের ন্যায় বরগুনাও দামে ক্রয় সে দামে বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছে। আমরা সরাসরি পন্য কিনে ভোক্তার কাছে কেনা দামে বিক্রি করছি। বাজারের সিন্ডিকেট না শেষ হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, বাজারে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে সেটা কাটাতে ইউথ ফর বাংলাদেশ যে দামে পন্য ক্রয় করেছে সে দামেই সাধারন মানুষের কাছে পন্য বিক্রি করছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করি।