• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় ডেঙ্গু রোগীদের পাশে বিএনপির নেতা কর্মীরা

report71
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৩:০২ অপরাহ্ণ
বরগুনায় ডেঙ্গু রোগীদের পাশে বিএনপির নেতা কর্মীরা

সোহাগ হাওলাদার,বরগুনা:
ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বরগুনা সদর জেনারেল হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ রি-এজেন্ট সংকটকালীন সময় ডেঙ্গু টেস্টের কিট প্রদান করেন বরগুনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কে.এম সফিকুজ্জামান মাহফুজ।

মঙ্গলবার ৫ (নভেম্বর) বরগুনা জেলা প্রসাশকের সুবর্ণ জয়ন্তী কক্ষে আগামী ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ রি-এজেন্ট কিট প্রদান করেন কে.এম সফিকুজ্জামান মাহফুজ সাবেক সাংগঠনিক সম্পাদক, বরগুনা জেলা বিএনপি সাবেক আহবায়ক।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে পালিত হয়। এই বিপ্লবের বিরোধী ও সমালোচক গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী লীগের সদস্যগণ, বিপ্লবীদের আক্রমণে খালেদ মোশাররফসহ আরও কয়েক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরদের মৃত্যুর প্রতিবাদে এই দিনটিকে “মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস” হিসাবে আখ্যা দেয়।

বরগুনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কে.এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপিপন্থি চিকিৎসকরা যেমন ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছেন, তেমনি ডেঙ্গু আক্রান্ত দেশবাসীর পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আছে। যার যার জায়গা থেকে একে অন্যের পাশে দাঁড়ালে আমরা সকল ধরনের দুর্যোগকে মোকাবেলা করতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল,জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড ইসসতিয়াক জলিল সোহাগ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব পারভেজ রেজা লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজিব, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম নাভিল প্রমুখ।