বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে প্রায় ৭০০ নবীন শিক্ষার্থীদের নিয়ে নবাগত সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়। আজ দুপুর ২.৩০টায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানের সূচনা হয়। নবীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন জবি শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জবি শাখার সেক্রেটারি মো. আসাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, নুরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর শান্তিময় পরিবেশ ধ্বংসের জন্য দায়ী একমাত্র পাশ্চাত্য শক্তি অথচ তারাই শান্তির মিথ্যা বুলি আওড়ায়। প্রকৃত শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত কেবলমাত্র ইসলামেরই রয়েছে। আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের দিকেই ফিরে আসতে হবে।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির নবাগত সংবর্ধনার আয়োজন করেছে শিবিরে সম্পৃক্ত করার জন্য না বরং মুসলিম হিসেবে আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।”.
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। মাগরিবের পর নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জবি এর একটি সাংস্কৃতিক পরিবেশনা ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।