• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

report71
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০২:২০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিয়াজ শরীফ,বাকেরগঞ্জ :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কলসকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে বাকেরগঞ্জ থানা পুলিশ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কলসকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল, সৎসঙ্গ সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির কমিটির সভাপতি উত্তম কর্মকার, কালিবাড়ি সার্বজনীন জগদ্ধাত্রী পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দ্রনাথ মুখার্জি চান প্রমূখ।

সভায় আগামী ৯ নভেম্বর থেকে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।