গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পূর্বে দিনের পর দিন ঘুরে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থব্যয় করে ভূমির নামজারি সেবা গ্রহীতারা হাতে পেলেও সেবা কুঞ্জ বুথ উদ্বোধনের পর দালাল মুক্ত পরিবেশে মাত্র একদিনের মধ্যে নামজারি সেবা হাতে পাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার ই-নামজারি সেবাগ্রহীতারা। উদ্বোধনের দিনই কমপক্ষে অর্ধশতাধিক সেবাগ্রহীতার ই-নামজারি সম্পন্ন করা হয়েছে। ফলে ভূমি সেবায় এ উপজেলায় এক নব দিগন্তের সূচনা হয়েছে।
ব্যতিক্রমধর্মী এ সেবাকুঞ্জ বুথ বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উদ্যোগে দালাল ও হয়রানী মুক্ত পরিবেশে উপজেলা ভূমি অফিসে একদিনের মধ্যে নামজারি সম্পন্নকরণ কর্মসূচীর উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, প্রতি বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণের সেবাকুঞ্জ বুথ থেকে সেবাগ্রহীতারা আবেদন করে ওইদিনই নামজারি করে নিতে পারবেন। এজন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ, সকল দলিল, খতিয়ানের কপি, চালু থাকা মোবাইল ফোন নম্বর, সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্রের এক সেট ফটোকপি উপজেলা ভূমি অফিসে সংরক্ষণের নিমিত্ত জমা দিতে হবে। সেবাগ্রহীতাদের সকল ধরনের হয়রানী থেকে মুক্ত রাখতে পর্যায়ক্রমে এ সেবা উপজেলার সাতটি ইউনিয়নে বিস্তৃত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, সপ্তাহের অন্য সকল কার্যদিবসে অফিসের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। সেক্ষেত্রে যেকোনো প্রয়োজনে সরাসরি সেবাগ্রহীতারা সহকারি কমিশনারের সাথে কথা বলতে পারবেন। তিনি (ইউএনও) নামজারির জন্য সরকার নির্ধারিত ১১৭০ টাকা ব্যতিত কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকা এবং প্রতারক, দালাল এবং অসাধু কর্মকর্তা-কর্মচারী হতে সেবাগ্রহীতাদের সাবধান থাকার জন্য অনুরোধ করেন।