• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মকরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তামান্না, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

এসময় সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা জানান, আগামী ১০ নভেম্বর গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী বা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৬২ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৬১৫ জন, গোপালগঞ্জ পৌরসভায় ১ হাজার ১৮৪ জন, কোটালীপাড়া উপজেলায় ২ হাজার ৯০৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৪৩৭ জন, কাশিয়ানী উপজেলায় ২ হাজার ২৯৫ জন ও মুকসুদপুর উপজেলায় ২ হাজার ৭২৮জন কিশোরী রয়েছে। #