স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র্যালী ও সমাবেশের সভার মধ্য দিয়ে প্রথমবারের জাতীয় মত বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যু্বদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এ কর্মসূচী পালন করি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্ট এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ জেলা যু্বদলের সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক আমানুল ইসলাম, সদস্য সচিব মারুফ হাসান, যুবদল নেতা হাফিজ শেখ, রাজু বিশ্বাস, ডলার আসলাম, কামরান হক তুহেল, বাবলা শেখ, মাসুম মোল্যা বক্তব্য রাখেন।
অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের বটতলা এলাকা থেকে পৃথক দুটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, ১৯৭৫ সালের এদিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। #