• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ১৫:১২ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু অভিযোগ করে বলেন, গত ৫ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “স্মার্ট কার্ড বিতরণ ঘিরে ব্যবসায়ীদের ফাঁদ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের মধ্যে আমাকে জড়িয়ে আষাঢ়ে গল্প সাজিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট।
আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখতে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে আসছে।
সেই চেষ্টার অংশ হিসেবে সাংবাদিকদের কাছে আমার এবং আমার ছেলে অন্তরের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তিনি (মিন্টু) প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।