• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটিতে মহিলা দলের মিছিল সমাবেশ

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ১৭:০০ অপরাহ্ণ
নলছিটিতে মহিলা দলের মিছিল সমাবেশ

নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। পরে শহরের চৌমাথায় মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক হেপী বেগমসহ দলীয় নেতা-কর্মীরা।