• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ১৪:৩৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। বিদেশ গমনে সচেতনতা বিষয়ক বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এনজিও ব্র‍্যাকের উদ্যোগে ‘পটগান’ পরিবেশন করা হয়। বানারীপাড়ায় ৪ নভেম্বর থেকে এই কর্মসূচি বাস্তবায়ন চলছে। 

এ দিন উপজেলা সলিয়াবাকপুর হাই স্কুল মাঠে বিকেলে ‘পটগান’ পরিবেশন করা হয়। ব্র‍্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সার্পোটারের সহায়তায় এবং  ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় প্রত্যাশা-০২ বাস্তবায়ন করছে। যারা বিদেশ গিয়ে প্রতারনার শিকার হয়েছে তাদের সহায়তা এবং যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদেরকে পটগানের মাধ্যমে নিয়মাবলী বর্ননা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন  প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল জলিল, মোঃ মাসুম, মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যনেজার আজিজ আহমেদ, রুপান্তর পরিচালক মিজানুর রহমান পান্না, ব্র‍্যাকের কোঅর্ডিনেটর(এমআরএসি) দেবানন্দ মন্ডল, জেলা কোঅর্ডিনেটর এমদাদুল হক, ব্র‍্যাক পিও(চাখার) মোঃ সোভন খান প্রমূখ।#