• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন।

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ণ
বৃটেনের  সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন।

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :: পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র উদ্দোগে প্রতিবারের ন্যায় এবারও আঁড়ম্বরপূর্ণ পরিবেশে সূরা ও কুরআন শরীফ তিলাওয়াত এবং নামাযের সংশ্লিষ্ট দোয়া তাসবিহ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে স্হানীয় মসজিদ, ইভিনিং মাদ্রাসা ও মক্তব থেকে তিন শতাদিক ছাত্র – ছাত্রীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরুর পূর্বে সংগঠনের সভাপতি মাওলানা ছালেহ আহমদ ভূইয়া উপস্তিত সকল ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে যে সকল বিচারকমন্ডলীদের ঐকান্তিক সহযোগিতা জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র – ছাত্রীদেরকে মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান লাভ করবেন তাদের ফলাফল অচিরেই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষে প্রতিযোগিতার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সহযোগিতায় ইসি মেম্বারগণের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।