যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘মুসলিম আইডেনটিটি ও মডার্ন চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার যবিপ্রবি ইসলামিক নলেজ সিকারস সোসাইটির উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। একইসাথে সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসলামি বই মেলা অনুষ্ঠিত হয়।
০৬ নভেম্বর বিকাল ০৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যবিপ্রবির বঙ্গবন্ধু একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় প্রজেক্টেরের মাধ্যমে অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করা হয়।
যবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগীয় শিক্ষার্থী জালিস মাহমুদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন ডাঃ সামসুল আরেফীন শক্তি, জাকারিয়া মাসুদ ও ইমরান রায়হান, আবির আহাদ সহ প্রমুখ । এ সময় বক্তারা ‘মুসলিমদের আত্মপরিচয়: সংকট ও প্রতিকার’ , ‘জীবনের জন্য সুযোগের কার্যকর ব্যবহার’ ও ‘মুমিনের ক্যারিয়ার ভাবনা’ বিষয়ের বক্তব্য প্রদান করেন ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও দর্শকদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রথমবারের মতো আয়োজন নিয়ে জিইবিটি বিভাগের শিক্ষার্থী জালিস মাহমুদ বলেন, সুদীর্ঘ সাড়ে চৌদ্দশত বছর পূর্বে অন্ধকারাচ্ছন্ন যুগে দ্বীন ইসলাম দুনিয়ার বুকে আগমন করে সুমহান আখলাকী এক সভ্যতা উপহার দান করেছিল। মানুষের মধ্যকার শ্রেণীবৈষম্য, গাত্রবর্ণ, লিঙ্গ, স্থান-কাল সবকিছুকে গৌণ করে একক বিশ্বাস, তাকওয়া, কর্ম ও আখলাকের (আদর্শ) উপর ভিত্তি করে মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতিতে (খইরু উম্মাহ) পরিণত করেছিল। মুসলিমদের ছিল দীর্ঘ ১২০০ বছরেরও বেশি সময় ধরে সমৃদ্ধ সভ্যতা। খিলাফতে রাশেদার সোনালী যুগ, উমাইয়া, আব্বাসী, সেলজুক, মামলুক, উসমানী ও মোঘল সালতানাতের মতো সুপার পাওয়ার। নান্দনিক নগরায়নে সমৃদ্ধ ছিল বাগদাদ, কর্ডোভা, স্পেন, হিজাজ, হিন্দ ও সুবাহ বাংলা। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রে ছিল ইমাম গাজ্জালী, ইবনে খালদুন, জাবির ইবনে হাইয়ান, নাসির উদ্দিন তূসি, মিমার সিনান, আল জাহিয, ইবনে সিনা, ইবনু তাইমিয়া, ইবনু আসাকির, শাহ ওয়ালিউল্লাহ দেহলবীর মতো জগদ্বিখ্যাত স্কলার্স—আলেম-উলামা, মুতাফাক্কির, দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী ও সমাজতাত্ত্বিক। কিন্তু মুসলিম জাতি আজ যখন নিজেদের আখলাকী সভ্যতা-সংস্কৃতি, তাহজিব-তামাদ্দুন ও সম্মানজনক পরিচয় ভুলে গিয়ে বিভিন্ন ইজম, তন্ত্র-মন্ত্রের পেছনে হয়রান হয়ে ছুটছে, ঠিক তখনই যবিপ্রবি ইসলামিক নলেজ সিকারস সোসাইটির আয়োজন করেছে ‘মুসলিম আইডেনটিটি ও মডার্ন চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার। এমন আয়োজন যবিপ্রবির শিক্ষার্থীদেরকে নিজেদের ইনফিরিয়োরিটি কমপ্লেক্স থেকে বের করে আত্মপরিচয়সম্পন্ন, জ্ঞানী ও আখলাক সম্পন্ন মুসলিম জাতি হিসেবে পরিস্ফুট করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।