• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র স্মরণ সভা

report71
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ১৪:০৯ অপরাহ্ণ
মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র স্মরণ সভা

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক বরিশালের স্বপ্নদ্রষ্টা, শিক্ষানুরাগী, বিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১০১ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি ব্রজমোহন কলেজ এর সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদ এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম, শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ কবি তপংকর চক্রবর্তী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর প্রফেসর নুসরাত জাহান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোর্শেদ, সহকারী অধ্যাপক এম. এম. তারিকুজ্জামান ও সংগীতা সরকার। সংগঠনের সভাপতি অসীম বড়াল এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।