আতিক ইশরাক রিজভী, মেরিটাইম ইউনিভার্সিটি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ও ২১ ডিসেম্বর। যার আবেদন শুরু হবে ১০ নভেম্বর এবং শেষ হবে ১ ডিসেম্বর। পরীক্ষায় এবারেও সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্ব্যত্তিক পদ্ধতিতে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরুর সম্ভব্য তারিখ ২০২৫ সালের এপ্রিল মাসে।
বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদের অধীনে ৫টি বিভাগে মোট ২০০ আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
এতে আরও বলা হয়েছে, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর, ২০২৪ – ০১ ডিসেম্বর, ২০২৪
যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ০৯ ডিসেম্বর, ২০২৪
প্রবেশপত্র ডাউনলোড: ১৫-১৯ ডিসেম্বর, ২০২৪
ভর্তি পরীক্ষা: ২০-২১ ডিসেম্বর,২০২৪
পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bsmrmu.edu.bd/