যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গনিত ক্লাব কর্তৃক আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ এ গণিত বিভাগ এর স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
০৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গনিত বিভাগের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থীরা স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ৪-১ গোল এ পরাজিত করে । ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়া হয়।
এ প্রতিযোগিতায় গনিত বিভাগের ৫টি বর্ষের থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।