আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
গত ৪ নভেম্বর রাতে যশোর খোলাডাঙ্গা অনুমান রাত ৭ টার সময় এশার নামাজে যাওয়ার সময় পথিমধ্যে সজলের গতিরোধ করে একদল সন্ত্রাসী এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা ২১টি স্ট্যাব করে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজলকে মৃত ঘোষনা করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে(৮ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় ,মিছিলটি নাভারন রেল বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় পার হয়ে সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়, সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা মজলিসের সেরা সদস্য ও শার্শা উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আমীর উপাধাক্ষ্য মাওঃ ফারুক হাসান।
প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিম শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান।আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা নূর মোহাম্মদ জিহাদী, শার্শা ইউনিয়ন আমীর হাসান আহমদ , ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলার সভাপতি আবুজার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ ও মিছিলে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে শহীদ আমিরুল ইসলাম সজলের হত্যাকারীদের কে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।