স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ৭১ এর পরে আমরা মূল স্বাধীনতা পাইনি, পেয়েছিলাম ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার নেপথ্যের কারিগর ছিলেন তারেক রহমান। গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা নিয়ে আবারো নতুন করে বিএনপি সাজার চেষ্ঠা করছে তাদের থেকে দূরে থাকতে হবে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জেলা বিএনপি আয়োজিত সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত দিনে যাদের সাথে ফ্যাসিবাদের নূন্যতম সম্পর্ক ছিলো তাদের আর বিএনপিতে জায়গা হবে না। কোন জুলুমকারী, চাঁদাবাজ, নিয্যাতনকারীর বিএনপিতে অবস্থান হবে না। ৩১ দফার দিয়ে তারেক রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চায় সেই বাংলাদেশ মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, ভাতের অধিকার ফিরে পাবে, মুক্তভাবে চলাচল করার অধিকার ফিরে পাবে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোন শোষণ ও দুর্নীতির স্থান হবে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ সুখি সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি‘র সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এরআগে জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলামের নেতৃত্বেসহ বিভিন্ন স্থান থেকে থন্ড থন্ড মিছিল পৌর পার্কে এসে জড়ো হয়। পরে পৌরপার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। #