• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুমকিতে ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি।

report71
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
দুমকিতে ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দুমকিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপকেলার থানা ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  রাজীব সুপার মার্কেটের সামনে শেষ হয়।

পরে  উপজেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান দিপু’র সঞ্চালনায়  অনুষ্ঠিত সমাবেশে   বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খাব, সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।

উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সহাস্রাধীক নেতাকর্মী এ র‌্যালিতে  অংশগ্রহন করে।