• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

report71
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ণ

আতিক ইশরাক রিজভী, মেরিটাইম ইউনিভার্সিটি:
প্রতিষ্ঠার ১১ বছর পার করে ১২তম বছরে পদার্পণ করলো মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। মেরিটাইম সংশ্লিষ্ট দেশের প্রথম এবং একমাত্র এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্জন, সাফল্য ও পথ চলাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৪” পালন করা হয়েছে।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ০৯ টায় র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালিটি মিরপুর-১২ তে অবস্থিত ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস মেঘনা বিল্ডিং হতে শুরু হয়ে পদ্মা বিল্ডিং হয়ে সর্বশেষ মেঘনা বিল্ডিংয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিটাইম ইউনিভার্সিটি’র ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হয়ে উঠে।

দেশের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির ১১ বছর পূর্তি উপলক্ষ্যে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এ যাবৎ বিভিন্ন কর্মকান্ড/অর্জন এর উপর একটি ভিডিও প্রদর্শনী, ও আলোচনার আয়োজন করা হয়। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবস আয়োজনের এই উদ্যোগে উৎফুল্ল শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল ০৯টা থেকেই ইউনিভার্সিটির মেল কমনরুমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলমান থাকে। বিএসএমআরএমইউ স্টুডেন্টস্ প্লাটফর্ম এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এ মহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকেরা স্বেচ্ছায় রক্তদান করেন। একইসময়ে ইউনিভার্সিটির মেল কমনরুমে ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং কুইজিং ক্লাবের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়কে জাঁকজমকভাবে সাজানো হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসকে রাঙিয়ে তোলে কালচারাল ক্লাব। এছাড়া বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিজনেস কুইজ ও ডিবেট ক্লাবের উদ্যোগে রম্য বিতর্ক আয়োজন করা হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ), ২৬ অক্টোবর ২০১৩ তারিখে সংসদের একটি আইনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এটি দেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়।