• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

report71
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১৩:২০ অপরাহ্ণ
বাউফলে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীর বাউফলে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মধু মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত নলিদ চন্দ্র দাসের ছেলের মধূ সুদন চন্দ্র দাস ও তার বড় ছেলে আশিস চন্দ্র দাস, ছোট ছেলে অশিম চন্দ্র দাসসহ তার দুই পুত্রবধূ।

অভিযুক্তরা হলেন- কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রনজিত দাস, তার স্ত্রী কালাইয়া ইউনিয়নের মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাধা রানী দাস ও তার ছেলে বউফল সরকারি কলেজের সাবেক ভিপি সজিব দাস, কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব দাস, ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন দাসসহ আরো ১০/১২ জন।

আহতের পরিবার সূত্রে জানা গেছে- মধূ সুদন চন্দ্র দাসের সাথে দীর্ঘদিন ধরে রনজিত দাসের জমির নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে ছিল প্রতিপক্ষরা। এ সময় মধূ সুদন চন্দ্র দাস দোকানে যাওয়ার সময় তার পথরোধ করে রনজিত দাস। এরপর রনজিত দাসের স্ত্রী রাধা রানী দাস ও তার দুই ছেলে সজিব দাস, রাজিব দাস ও তার বোনের ছেলে মিঠুন দাসসহ ১০/১২ জনের একটি দেশীয় অস্ত্র দিয়ে মধূ সুদন চন্দ্র দাসকে কোপাতে শুরু করলে তার ডাক চিৎকারে তার বড় ছেলে আশিস চন্দ্র দাস, ছোট ছেলে অশিম চন্দ্র দাসসহ তার দুই পুত্রবধূ ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

রাজীব চন্দ্র দাস মুঠোফোনে বলেন,‘তাঁদের জমি জবর দখল করে রেখেছে মধু সূধন দাস। এ নিয়ে তাঁর বাবা রনজিৎ দাস কথা বলায় মধু সূধন দাস ও তাঁর লোকজন তাঁর বাবাকে (রনজিৎ) মারধর করে। খবর পেয়ে তাঁরা গিয়ে তাঁর বাবাকে রক্ষা করেছেন। তখন মধু সূধন দাসের লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।