গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের আগগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সবজি চাষ করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। দেয়াল নির্মাণ করে মাঠটি ঘেরাও করায় বিদ্যালয়ের সামনে দাঁড়ানোর মতো একচিলতে জায়গাও নেই। ফলে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা মুক্তভাবে খেলাধুলা করতে বা জাতীয় সংগীত গাইতে পারছেন না, যা তাদের মেধা বিকাশ ও সুস্থ শরীর গঠনে বাধা সৃষ্টি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের বারান্দা ঘেঁষে দেয়াল তুলে মাঠটি দখল করে সবজি চাষ করছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি ওসমান গণি। মাঠে বেড়া দিয়ে শাকসবজির চাষ করা হচ্ছে। বিদ্যালয়ের দ্বিতল ভবনের দুটি গেট করার পরিকল্পনা থাকলেও বর্তমানে একপাশে মাত্র একটি গেট রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের সময় ওই প্রভাবশালীর বাঁধার কারণে গেটটি এভাবে রাখা হয়েছে।
অভিভাবকরা জানাচ্ছেন, ওসমান গণি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন এবং অবসরের পরও বিদ্যালয়ের সভাপতি পদে বহাল থাকায় তিনি মাঠটি দখলে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা যেন জেলখানার মতো বন্দি অবস্থায় থাকতে বাধ্য হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, “আমি কিছু মাস আগে যোগদান করেছি এবং যোগদানের আগেই মাঠটি দখল করা ছিল।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিস সাফি বলেন, “আগগরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ না থাকার বিষয়টি আমি জানতাম না। এখন জানলাম, দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
বিদ্যালয়ের মাঠ উদ্ধার না হলে শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শারীরিক উন্নয়ন চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করছেন।