গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে হাতুরি পিটিয়ে ও টেটা দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুত্বর জখম করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে। আহতরা হলেন- ওই গ্রামের মৃত আনোয়ার হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, রতন হাওলাদার এবং হানিফ হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত খোকনের ছোট ভাই জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মৎস্য ঘের থেকে শনিবার বিকেলে একই গ্রামের সাহেব আলী মৃধার ছেলে মিলন মৃধা এবং কুদ্দুস মৃধার ছেলে পারভেজ ও আশিক মৃধা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছিলো। এসময় আমার বড় ভাই খোকন, রতন ও আমার শ্যালক রিয়াজ তাদেরকে মাছ ধরায় বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনজনকে হাতুরি দিয়ে পিটিয়ে ও টেটা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে অভিযুক্তরা। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।