• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

report71
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ১৩:০৭ অপরাহ্ণ
বালাগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বালাগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখি ও শীতকালীন পেঁয়াজসহ ৮ জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৬টি ইউনিয়নে ৬ হাজার ৮’শ ৪০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮’শ ৪০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো : আশিকুর রহমান, পরিচালনায় বক্তব্য রাখেন,বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম,পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান,দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান,উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবুল কাসেম, বালাগঞ্জ প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান কৃষিতে রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। তার পরও অনেকেরই বাড়িতে খালি জমি পড়ে রয়েছে আমাদের অলসতার কারনে আমরা চাষ করি না। যার জন্য বাজারে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েছে। নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।