হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি::সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের এর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের সভাপতিত্বে এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার(ভূমি) সরকার মামুনুর রশীদ,
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো.ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। জনপ্রতিনিধিগণ আমাকে যতেষ্ট সহযোগীতা করেছে।