যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(এআইএস) বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয় ।
রবিবার (১০ই নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামাল হোসেনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একাডেমিক ভবন থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটার মাধ্যমে হিসাববিজ্ঞান দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও এআইএস বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সগীর হোসেন খন্দকার, চার্টার্ড একাউন্টেন্ট জুবায়ের আর খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আলম জিলানী ভূঁইয়া, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রক্টর মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন আলী, সহকারী অধ্যাপক তরুণ সেন , প্রভাষক ফজলুল রহমান ও সানজিদা আফরিন সহ সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জুবায়ের আর খান বলে, আমরা জানি অ্যাকাউন্টিং ফর একাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতার জন্য অ্যাকাউন্টিং। এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন , সামাজিক জীবন সব জায়গায় প্রয়োগ করতে পারি। তবেই আমাদের সমাজ, আমাদের জীবন, ইকোনোমি সহ সর্বোপরি আমাদের দেশ সুন্দর হবে।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: আমজাদ হোসেন শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানের এমন আয়োজনের সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন।