• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ

report71
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ,গোপালগঞ্জ জেলা কার্যালযয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”-এই প্রতিপাদ্যে আজ সোমবার সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।

আজ সোমবার সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও বৌলতলী এস.এস উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও বৌলতলী এস.এস উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করে সততা স্টোর সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে। #