• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি

report71
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিগত ১৫ বছর ধরে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে মেইন গেট, লাইব্রেরি গেট হয়ে ভোলার গেটে গিয়ে শেষ হয়।

ছাত্রদল দাবি জানায়, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাদের মতে, বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, যা শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। এ পরিস্থিতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ সময় ববি ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, “বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে ছাত্রলীগকে দিয়ে ক্যাম্পাসে গেস্টরুম-গণরুম সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মিছিল-মিটিংয়ে যোগ দিতে বাধ্য করেছে, তা আর কখনো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ফিরবে না। সুস্থ রাজনীতিই ফ্যাসিবাদকে রুখে দিতে পারে।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী ও মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, “আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের ভাবনাকে ধারণ করে রাজনীতি করে এবং করবে।”

ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রদল কর্মী মাহমুদ ইমরান হোসেন বলেন, “শিক্ষার্থীদের কোনোপ্রকার বিরক্তি বা শিক্ষার ব্যাঘাত ঘটানো ছাত্রদলের নীতি নয়। অতীতে যেমন এটি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।”

গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী আজমাইন সাকিব বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল মেধা, মনন ও সৃজনশীলতাকে ধারণ করে ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা দিতে চায়। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই নিরাপদে থাকতে পারুক। ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটাতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই বিক্ষোভ।”

এ সময় উপস্থিত ছিলেন তাহমিদ হক মামুন, জাকির হোসেন মেসি, মো. সাকিব মিয়া, সাইমন ইসলাম প্রমুখ