• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিনের মালিক কে আড়াই লাখ টাকা জরিমানা

report71
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার  মেশিনের মালিক কে আড়াই লাখ টাকা জরিমানা

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি লোডিং মেশিনের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেঁতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান,এমবি ইফাজ ইয়াসিন ও মেরাজ এন্টারপ্রাইজ নামক দুটি লোডিং ড্রেজারের মালিককে ওই অর্থ জরিমানা করেন বলে জানিয়েছে।
এর আগে গত বুধবার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এমবি ইফাস ইয়াসিন লোড ডেজার মেশিনের মালিক মফিজকে ১ লাখ টাকা জরিমানা করা হলেও থেমে থাকে নি তাদের বালি উত্তোলন।
বালি উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদী ভাঙ্গন,স্থানীয়রা বলছেন এ মুহূর্তে বালি উত্তোলন বন্ধ না হলে অচিরেই তেতুলিয়া নদীর সাথে মিশে যাবে হাজার হাজার পরিবারের বসতভিটা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এমবি ইফাজ ইয়াসিন ড্রেজার মেশিনের পরিচালক মোঃ মফিজ কে ১ লাখ টাকা ও মেরাজ এন্টার প্রাইজের পরিচালককে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড করা হয়।
এ কর্মকর্তা আরও জানান ,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা ও নৌ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে,গত এক সপ্তাহে আমাদের অভিযানে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে,অভিযান অব্যাহত থাকবে।