স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ময়না বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।
আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ীর রান্না ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়না বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওবায়দুর শেখের স্ত্রী ও একই গ্রামের মো. ইব্রাহীম সরদারের মেয়ে।
নিহতের মা বিছু বেগম অভিযোগ করে জানান, গত ১৮ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াব শেখের সৌদি প্রবাসী ছেলে ওবায়দুর শেখের সাথে মো. ইব্রাহীম সরদারের মেয়ে ময়নার বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে রয়েছে।
বিয়ের পর থেকে নানা কারনে ময়নার উপর নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। পরে আজ ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করে বুলিয়ে রাখে বলে অভিযোগ করেন ময়নার মা।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল জানান, বিকালে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ময়না বেগমমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। #