স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রী ও তার মা-কে কুপিয়ে মারাত্মক আহত করেছে একই শ্রেনীতে পড়ুয়া বখাটে এক ছাত্র।
রোববার (১০ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের বাসিন্দা রিপন শেখের মেয়ে ও পাইককান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী রিয়া খানম (১৪) এবং তার স্ত্রী রুমা খানম (৩২)।
স্থানীয় সূত্রে জানাগেছে, পাইককান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী রিয়া খানমকে (১৪) একই স্কুল ও ক্লাসের ছাত্র আরমান খান দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু, ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে।
এতে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে মেয়েদের বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রী এবং তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে এলাকার লোকজন খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
তবে মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরতঃ চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরতঃ চিকিৎসক আফতাব জিলানী বলেন, রাতে মা ও মেয়েকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আহতদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সদর থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং দোষীকে গ্রেফতারের অভিযান চলছে। #