যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১১ নভেম্বর গঠিত ফার্মেসি এসোসিয়েশনের পদাধিকার বলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাঃ ফারজানা সুলতানা, কোষাধ্যক্ষ বিভাগটির সহযোগী অধ্যাপক ড. কিশোর কুমার মজুমদার ও ছাত্র উপদেষ্টা বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়া কমিটির অন্যান্য পদগুলোতে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মোঃ শাহিনুর আলম , সাধারণ সম্পাদক হৃদয় শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নওশিন জাহান জেরিন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক প্রাজ্জল রায়, ক্রীড়া সম্পাদক রুবাইয়াত ইসলাম অনিক, সহকারী ক্রীড়া সম্পাদক মোঃ সাইয়েদ হোসাইন সুমন, প্রচার সম্পাদক হাসান মাহমুদ শুভ ও সহকারী প্রচার সম্পাদক এ এস এম আবিদ হাসান। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন ফার্মেসী বিভাগের স্নাতকের প্রত্যেক ব্যাচের শ্রেণী প্রতিনিধি (সিআর) ও সহকারী শ্রেণী প্রতিনিধিরা (এসিআর)।