• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিবাড়িবাজারে ওয়ালটনের শোরুম উদ্বোধন

report71
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ১৬:২২ অপরাহ্ণ
কালিবাড়িবাজারে ওয়ালটনের শোরুম উদ্বোধন

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি::সিলেটের বালাগঞ্জের কালিবাড়ীবাজারে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স ওয়ালটন প্লাজা বালাগঞ্জ শাখা অনুমোদিত শোরুম ‘জনপ্রিয় স্যানেটারি এন্ড ইলেকট্রনিকস’। গোয়ালাবাজার রোড কালিবাড়িবাজারের জিরো পয়েন্ট শুভ হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইকেট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

বুধবার (১৩নভেম্বর) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন উক্ত শোরুমের স্বত্বাধিকারী ও বাজার বণিক সমিতির সহ-সভাপতি মতছির আলী মুন্না । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার,প্রবাসী আব্দুল হেকিম, বালাগঞ্জ উপজেলা জামাতে ইসলামির আমীর মুহাম্মদ আব্দুল জলিল, স্থানীয় আলেম মাও: মুজাম্মেল আলী, মাও: মিজানুর রহমান সাইফ,
সিলেট জেলা বিএনপির ঋৃণ ও ক্ষুদ্র বিষয়িক সম্পাদক আলাউদ্দীন রিপন,মানবাধিকার কর্মী হাজী মাসুক মিয়া, ওয়ালটন প্লাজা বালাগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার নাহিদুর রহমান, কালিবাড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সমাজ কর্মী মুহন মিয়া, কালাম আহমদ, সিলেট মহানগরের ব্যাবসায়ী সুলতান আলী মনসুর, গোয়ালাবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সোহেল মিয়া,জাহাংগির আলম, কালীবাড়ি বাজারের ব্যাবসায়ী হাজি খলকু মিয়া, মুশাহিদ আলী,শামিম আহমদ, ময়নুল ইসলাম, ওয়ালটন শোরুম এর সহকারী রবিউল ইসলাম মাছুম, প্রণব পুরকায়স্থ, মিসলু মিয়া,ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক এ. আর.কাওছার, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সেক্রেটারি হেলাল আহমদ, তথ্য সম্পাদক শাহজাহান গাজী, সাবেক ছাত্রনেতা আখদ্দুছ আলী, জবরুল গাজী, ছাত্রনেতা রুমেল আহমদ, রেজাউল হক মিসবাহ,জুয়েল আহমদ, নয়ন সূত্রধর সাহেদ মাসুদ, হুসাইন আহমদ, শারিয়ার সোহাগ, তাজিদ হুসেন,মুজাহিদ আলী, আলিমুন ইসলাম,খালেদ আহমদ,সহ প্রমুখ ব্যাবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বালাগঞ্জ শাখার ম্যানেজার মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ওয়ালটন সর্বদা সর্বোচ্চ ক্রেতা সুবিধা দিয়ে আসছে। নতুন শোরুমটি থেকে এ অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন। আমাদের প্রত্যাশা- বালাগঞ্জের প্রতিটি ঘরে স্থান পাবে দেশে তৈরি ওয়ালটনের পণ্য।

স্বত্তাধিকারি মতছির আলী মুন্না বলেন, ‘ওয়ালটন এখন দেশের এক গর্বের প্রতিষ্ঠান। ক্রেতারা দেশে তৈরি পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন আজ এত বড় শিল্প প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে। এ অঞ্চলে নতুন শোরুমের মাধ্যমে ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বাড়বে।

গ্রাহকরা তাদের হাতের নাগালেই পাবেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের সমাহার।