সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গলায় ফাঁস দিয়ে আজাহার ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে। নিহত আজাহার ফরাজী ওই গ্রামের মৃত খলিলুর রহমান ফরাজীর ছেলে। বুধবার সকালে গলাচিপা থানা পুলিশ লাশটি উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেনি আজাহার ফরাজী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বুধবার ভোরে বসত ঘরের পশ্চিম পাশে খালের পাড়ে গাছের মগডালের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আজাহার ফরাজীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
জানা গেছে, কিছুদিন আগে আজাহার ফরাজীর স্ত্রী মারা যায়। তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।