• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ চুরি,আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের

report71
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে দুর্ধর্ষ চুরি,আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুতুবা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার মরহুম ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রুবেলের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী রবিউল আলম রুবেলের বাড়িতে কেউ অবস্থান না করায়’চোরচক্র রুবেলের বাড়ির পিছনের দরজা ভেঙ্গে প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ৬ থেকে ৭ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার সহ মুল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
রবিউল আলম রুবেল বলেন, সকাল ১১ টায় আমার স্ত্রী পাশের বাসায় গেলে। দুর্বৃত্তরা পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ২ টি চেইন ২ টি রুলি,দুই জোড়া কানের বালা,১ সেট নেকলেস, ২ টি আংটি,২ টি নাক ফুল সহ মোট ৬ বড়ি স্বর্নালঙ্কার নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লাখ টাকা।
তিনি বলেন,আমরা বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছি,আজকে চুরি হয়েছে হয়তো আমাদেরকে জীবন নাশের জন্য কেউ চেষ্টা করছে,আজকে রাত্রে কিভাবে কাটাবো তাই ভাবছি,আমরা হুমকির মুখে রয়েছে,স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন,আমরা সকালে একটি অভিযোগ দায়ের করেছি,আমাদের নিরাপত্তা চাই,সমাজে প্রতিটি মানুষের মত বাঁচতে চাই,একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের ও বাঁচার সুযোগ করে দেবে প্রশাসন এ প্রত্যাশা।
এ বিষয়ে ভুক্তভোগী রুবেলের ভাই আলী আকবর জানান,আজ সকাল ১১ টায় আমার ভাইয়ের বাড়িতে চুরি হয়,আমি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, সহ বিভিন্ন মুল্যবান মালামাল নেই। দরজার তালা খুলে ঘরে ঢুকে চোরেরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়। আমাদের এলাকায় দিনে দুপুরে মাদক সেবন ও বিক্রি হয়। এছাড়াও জুয়া খেলার টাকার সমস্যা হলেই চুরি ডাকাতি করে জুয়ারিরা।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন,এই এলাকায় চুরি রাহাজানি ছিনতাই বেড়েই চলছে,আমরা এর বিচার চাই,মাদক ও জুয়ারীদের অত্যাচারে অতিষ্ঠ বলে ও জানান এলাকাবাসী।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,কুতুবা ৬ নম্বর ওয়ার্ডে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি,বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।