• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবিতে হল ডে উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

report71
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ১৪:৩৬ অপরাহ্ণ
যবিপ্রবিতে হল ডে উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মশিউর রহমান ( শ.ম.র) হলের “হল ডে ২০২৪” উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১১ ই নভেম্বর) রাত ৯ টায় হলের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি উদ্বোধন করেন শ.ম.র হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান।

ফাইনালে হলের পঞ্চম তলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্বিতীয় তলার খেলোয়াড়েরা। পাঁচ সেটের এই ম্যাচে প্রথম দুই সেটে দ্বিতীয় তলা জয়লাভ করে । তৃতীয় সেটে পঞ্চম তলা দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় এবং সেটটি জয় করে নেয়। তবে চতুর্থ সেটে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে দুই পয়েন্টের ব্যবধানে সেটটি ৩-১ ব্যবধানে দ্বিতীয় তলা জয়লাভ করে। আনন্দঘন পরিবেশে এবারের হল ডে উপলক্ষে আয়োজিত ভলিবল প্রতিযোগিতাটি খেলোয়াড় এবং দর্শকদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

ম্যাচ শেষে প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, এবারের ভলিবল প্রতিযোগিতায় ছাত্রদের আগ্রহ এবং অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে দলগত কাজের মনোভাব গড়ে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে উজ্জীবিত করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের মিলবন্ধন বৃদ্ধি করতে চাই।