রিপোর্টার –এজাজ আল মাহমুদ সুজন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় শেষ ম্যাচটি খেলেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য উড়াল দিয়েছে টাইগার বাহিনী।
দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট তার খেলা হচ্ছে না। ক্যারিবিয়ানের বদলে দেশের পথ ধরতে হয়েছে তাকে। আগামী ২২ নভেম্বর থেকে বাংলাদেশ মাঠে নামবে সাদা পোশাকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই হবে টাইগার বাহিনীর সবশেষ সিরিজ।
হাশমতউল্লাহ শাহিদিদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে শারজাহ থেকে দুবাইয়ের পথ ধরে টাইগাররা। ঢাকা থেকে যাওয়া ক্রিকেটাররা দুবাইয়ে গিয়ে যোগ দেন দলের সঙ্গে। এরপরে লন্ডনের ফ্লাইটে শুরু হয়েছে যাত্রা। সেখান থেকে গন্তব্য ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়। দীর্ঘ ভ্রমণ, প্রায় ২৪ ঘণ্টার মতো। সেই ধকল কাটাতে আপাতত বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। এরপরে হালকা অনুশীলন ও আগামী শুক্রবার চার দিনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে টেস্টের প্রস্তুতি নেবেন টাইগাররা।
এদিকে আফগানদের বিপক্ষে মিশ্র অবস্থান দেখিয়েছে বাংলাদেশ। এবার ভিন্ন ফরম্যাটে শুরু হবে উইন্ডিজ সিরিজ। ৫০ ওভারের খেলা থেকে এসেই লাল বলের ক্রিকেট নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে দলের। টেস্টে বাংলাদেশের অবস্থান বর্তমানে কিছুটা নড়বড়ে। মূল সমস্যা ব্যাটিং ব্যর্থতা। শারজায় ফেলে আসা স্মৃতি আত্মবিশ্বাস কিছুটা বাড়াতে পারে। তবে ভিন্ন কন্ডিশনে বাংলাদেশের পরিকল্পনাটাও ভিন্ন হতে হবে। এর ওপরে দলের সঙ্গে নেই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত। তাতে ব্যাটিং নিয়ে আরো শঙ্কা বেড়েছে বাংলাদেশের। আফগান সিরিজে পাওয়া চোটের কারণে এই দুই ব্যাটারই ছিটকে গেছেন টেস্ট দল থেকে।
টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। রঙিন পোশাকে শান্ত ফিরবেন কিনা, সেটি অনিশ্চিত। বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শারজায় শান্তের এমআরআই করা হয়েছে। আমরা দলের ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। তিনি বাঁ কুঁচকিতে গ্রেড দুই পর্যায়ের চোট পেয়েছেন। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। এ কারণে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। তিনি তার পুনর্বাসন চালিয়ে যেতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসবেন।’
উইন্ডিজ সিরিজ দিয়ে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন টাইগারদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। গতকাল তিনিও ঢাকা ছেড়েছেন। এর আগে মিরপুরে মুমিনুল হকসহ আরো বেশ কয়েক জন ক্রিকেটারকে নিয়ে কাজ করেছেন। অ্যান্টিগায় গিয়ে পুরো দলকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। তার হাত ধরে সাদা পোশাকে সফল হবে কিনা বাংলাদেশ, সেটিই এখন সময়ের অপেক্ষা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।