• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি

report71
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ণ
নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে দ্রব্যমূল্য এবং বাজার দর নিয়ন্ত্রনে রাখতে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে স্বস্তি নামে শুরু হয়েছে কৃষকের পণ্যে ভোক্তার বাজার। এ বাজারে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম । এসময় সহকারী কমিশনার সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সবজি, ফলমূল,ডিম , দেশীয় মাছ সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ভোক্তারা।

ইউএনও নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া বা মধ্যসত্ত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন।এর পাশাপাশি দুঃস্থদের জন্য স্বস্তির বাজার চালু করা হয়েছে। যেখানে বিত্তবানরা চাইলে বাজার করে রেখে যাবে সেটি তারা নিতে পারবেন।