• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটিতে বিনামূল্যে সার ও বীজ পেলো ১৬২০ জন কৃষক

report71
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ণ
নলছিটিতে বিনামূল্যে  সার ও বীজ  পেলো ১৬২০ জন কৃষক

নলছিটি প্রতিনিধি:
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ঝালকাঠির নলছিটি উপজেলার ১ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।