রিয়াজ শরীফ,বাকেরগঞ্জ :
বাকেরগঞ্জে পরিমাণে কম দেওয়ায় বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে মানদণ্ড আইন ২৯/৪৬ নং ধারা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা করলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় এ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা বি এস টি আই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ, উপজেলা সহকারী রেজিস্ট্রার এনামুল হক, হাওলাদার ফিলিং স্টেশনের তত্বাধিকারী ইব্রাহীম হাওলাদার, থানা পুলিশের সহায়তায় এ সময় আরও অভিযান করা হয়েছে ভরপাশা ইউনিয়নের মিশু ফিলিং স্টেশন ও আউলিয়াপুর এম খান ফিলিং স্টেশনে তবে উল্লেখিত মিশু ও এম খানের পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দন্ড প্রদান করা হয়নি। এ বিষয় সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন উল্লেখিত হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান কালে বি এস টি আই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে ডিজেল, প্যাট্রল ও অকটেন পরিমাপ করা হয় তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল কম পাওয়া যায়। তাই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদের কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরাধী যেই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না, এ অভিযান নিয়মিত পরিচালনা অবহ্যত রাখবেন বলেও তিনি জানান।