হেলাল আহমদ : বালাগঞ্জ উপজেলায় যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। তিনি আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার কার্যালয়ে বালাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বালাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র
সহ-সভাপতি শাহাব উদ্দীন শাহিন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বালাগঞ্জের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
এর আগে গত রোববার (১০ ) তিনি সদ্য বিদায়ী ইউএনও মারিয়া হকের কাছু থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইউএনও সুজিত কুমার চন্দ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বালাগঞ্জে যোগদানের আগে তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।