গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদীতে উদ্বোধন হওয়া ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র, কৃষক কর্নার ও ছয়শ’ টাকায় গরুর মাংস বিক্রি কার্যক্রমের বাজারে সাধারন ক্রেতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।
সরেজমিন দেখা দেখা গেছে, শুক্রবার সকালে উপজেলার আশোকাঠীতে ছয়শ’ টাকায় গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। এরপর থেকে কম দামে মাংস কিনতে ক্রেতাদের ভীর লক্ষ্য করা গেছে। অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী ও টরকী বন্দর, মাহিলাড়া, বাটাজোর এবং সরিকল বাজারে একযোগে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্বোধনের পর থেকে নিন্ম আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিপনন কেন্দ্র সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ক্রেতাদের ভীর রয়েচে। ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পেরে ব্যাপক খুশি হচ্ছেন নিন্ম আয়ের বাসিন্দারা।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আছেন। যারা সুযোগ বুঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত মূল্যে বিক্রী করছে। তাই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু, পেয়াজ, ডিম ক্রয় করতে পারবেন। পাশাপাশি কৃষক কর্নারের মাধ্যমে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রী করতে পারবেন। এছাড়াও গরুর মাংসের সিন্ডিকেট ভাঙ্গতে উপজেলা প্রশাসনের অনুরোধে মাংস ব্যবসায়ী বাবুল সরদার আশোকাঠী, মাহিলাড়া ও বাটাজোর বাজারে প্রতিদিন ছয়শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেছেন। ইউএনও আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং স্বল্প আয়ের মানুষদের মধ্যে স্বস্তি ফেরাতে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।