গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার টরকী, আশোকাঠী, নাহার সিনেমা হলের সামনে ও গৌরনদী বাসষ্ট্যান্ডে শুক্রবার সকালে একযোগে র্যালির উদ্বোধণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন।
পরবর্তীতে ওইসব র্যালি এসে মিলিত হয় সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গনের সমাবেশস্থলে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশহিসেবে গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।