• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার বড় মানিকায় জমি দখলের জেরে সন্ত্রাসী হামলায় লাল মিয়া মাস্টার সহ গুরুতর আহত ৫

report71
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪, ১৩:৪২ অপরাহ্ণ
ভোলার বড় মানিকায় জমি দখলের জেরে সন্ত্রাসী হামলায় লাল মিয়া মাস্টার সহ গুরুতর আহত ৫

শাহারিয়ার হিমু, বোরহানউদ্দিন: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি দখল নিয়ে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে থাককাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী ফকরুল আলম মাস্টার ওরফে লাল মিয়া মাস্টারসহ তার পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদা ও তার স্বামী শানুর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে লাল মিয়া মাস্টারের জমি দখলের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। শহিদার ছেলে রবিন ও রুবেলসহ প্রায় ১৫-২০ জন ভাড়াটে ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে লাল মিয়া মাস্টারের বাড়িতে প্রবেশ করে। তারা সীমানা প্রাচীর ভেঙে রান্নাঘরসহ ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে।

এ সময় লাল মিয়া মাস্টার ও তার দুই ছেলে রাফসান ও রুবেল তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লাল মিয়া মাস্টার, তার দুই ছেলে এবং প্রতিবেশী কালাম। এছাড়াও আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় লাল মিয়া মাস্টারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, শহিদা স্থানীয় বাসিন্দা নন; তিনি তার নানা বাড়ির একটি জমিতে ঘর তুলে বসবাস করেন এবং প্রায়ই আশেপাশের লোকদের সঙ্গে বিরোধে জড়ান। ভুক্তভোগীদের দাবি, লাল মিয়া মাস্টার সম্পর্কে শহিদার আপন মামা হলেও জমি দখলের উদ্দেশ্যে এ ধরনের বর্বর হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণ এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ সুষ্ঠু বিচার নিশ্চিতের অপেক্ষায় রয়েছেন।