গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রাতের আধাঁরে দীঘি থেকে তিন লক্ষাধিক টাকার মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের।
উপজেলার ধুরিয়াইল গ্রামের মৃত এসমাইল সরদারের স্ত্রী সাহিদা বেগম অভিযোগ করে বলেন, বিগত ২০১৪ সালে তার স্বামী এসমাইল সরদার উত্তর চাঁদশী গ্রামের জনৈক মঞ্জু রানী ও দিপালী রানীর কাছ থেকে ৯৩ শতক জমির একটি দীঘি সাব-কবলা দলিলমূলে ক্রয় করে ভোগদখল করে আসছেন। সেই থেকে তারা স্থানীয় মৎস্য ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে দীঘি লিজ দিয়ে দেন। গত বুধবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের মৃত হালিম সরদারের ছেলে লিমন সরদার, লিটন সরদার ও তাদের বোনজামাতা মাসুম সরদারের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দীঘির মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দীঘির লিজগ্রহিতা মনিরুজ্জামান থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত লিমন সরদারের সাথে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।