যবিপ্রবি প্রতিনিধি
ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ লিখন হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইসতিয়াক আহাম্মেদ।
শনিবার (১৬ নভেম্বর) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান এবং হিসাব দপ্তরের উপ-পরিচালক মোঃ আবু ছাইম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সালামুন ইসলাম, মোঃ হাবিবুর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক এস এম রেজাউজ্জামান ও মোঃ মিরাজ আলী, সাংগাঠনিক সম্পাদক মোঃ বিপুল মিয়া, সহ-সাংগাঠনিক সম্পাদক কে এম তানভীর ইয়াসার, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার মাহমুদ কল্লোল, উপ-কোষাধ্যক্ষ ইফতেখার আলম, দপ্তর সম্পাদক মোঃ সাগর হাসান শুভ, উপ-দপ্তরসম্পাদক সাগর হোসেন, প্রচার সম্পাদক স্বাধীন বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত সিয়াম, ক্রীড়া সম্পাদক গোলাম মর্তুজা অনু, সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণালী বিশ্বাস , ছাত্রী বিষয়ক সম্পাদক সাবরিনা আফসিন ইতি, এবং কার্যকরী সদস্য জনি আহমেদ, মোঃ রিয়াদ পারভেজ, মোঃ রাহাদুল ইসলাম, মোঃ নাজমুস সাকিব, নাফিজ হাসান, মোছাঃ রাবেয়া খাতুন ইমি, সুব্রত প্রামানিক শুভ, আবু জায়েদ, সাথী রানী মালাকার, মোঃ তুষার চৌধুরী, মোহাম্মদ কামরুল হাসান সাকিব এবং রুকাইয়া রুকসানা রুকু।