স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে একটি বিদেশি গ্যাসগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার (১৭ নভেম্বর) কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদীর বসতঘর থেকে ওই বিদেশি গ্যাসগানটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী শেখ কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল শেখের ছেলে। তিনি গ্যাসগানটি মাঝে মাঝে বের করে অতিথি পাখি শিকার করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাসরত মেহেদী শেখের বসতঘরে অভিযান চালিয় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় মেহেদীর বসত ঘর থেকে বিদেশি ওই গ্যাস গানটি উদ্ধার করে। এসময় ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে মেহেদী পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মেহেদীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। #