• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

report71
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে টিসিবির ভোগ্য পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ১৬ নভেম্বর শনিবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে কার্ডধারীদের বাদ দিয়ে ডিলার কেফায়েত উল্লাহ যাদের কার্ড নেই তাদের কাছে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন টিসিবি পণ্য নিতে আসা অর্ধ শতাধিক অসহায়-দুস্থ মানুষ।
সরেজমিনে ওইদিন বেলা ১২ টায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে কয়েকজন সুবিধাভোগী জানান, তালিকা অনুযায়ী তাঁরা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কিনে আসছেন। শনিবার সকালে এসে শুনতে পান টিসিবির কার্ড রেখেই যাদের কার্ড নেই তাদেরকে দেওয়া হচ্ছে এই পণ্য।
অসহায়-দুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত ২ বছরের শিশুকে কোলে নিয়ে আসা এক নারী অভিযোগ করে বলেন, তিনি টিসিবির কার্ডধারী। সকালে ইউনিয়ন পরিষদে গেলে ডিলার তাঁকে পণ্য না দিয়ে বিদায় করেন,বলেন পন্যে এই কার্ড দিয়ে দেওয়া হবে না তার বাচ্চার হাতে ২০ টাকা ধরিয়ে দেন।
আরেকজন অভিযোগ করে বলেন, তাঁর কার্ড ফেরত দিয়ে তাঁকে পণ্য দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বিতরণকারী ডিলার।
আরেক ব্যক্তি বলেন,কার্ড নিয়ে ডিলারের কাছে যাওয়া হলে তার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে বলেন আজ মাল নেই পরে আসেন।
এদিকে পন্যে নিতে আসা সুবিধাভোগীরা আরো অভিযোগ করে বলেন,টিসিবির পণ্য সকাল থেকে বিকাল পর্যন্ত দেওয়ার কথা থাকলেও ডিলার ১১ এগারোটার মধ্যে উচ্চ দামে পণ্য বিক্রি করে চলে গেছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়,ডিলারের বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন কার্ডধারী সুবিধাবাদী অর্ধ মানুষ।
তারা বলেন,আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়ে ডিলার পন্যে উচ্চ দামে বিক্রি করছেন ।
আমরা তার বিচার চাই আমাদের কার্ড থাকা সত্ত্বেও তিনি কেন পণ্য দিলেন না তাকে আইনের আওতায় আনা হোক।
এ সময় উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় বাজার ব্যবসায়ী ইদ্রিস মিয়া,জসিম মাতাব্বর ও লোকমান হাওলাদার বিষয়টিকে নিয়ন্ত্রণ আনেন।
এ সময় তারা বলেন, আজকে ডিলারের কারণে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা এরকম পরিবেশ চাই না, জনগণের পণ্য যাতে জনগণ ফিরে পায় সেটা চাই এ সময় তারাও ডিলারের উপযুক্ত শাস্তি দাবি করে।
তারা বলেন,বহু মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন শূন্য হাতে। তাদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা ও ক্ষোভ। দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে ভর্তুকি মূল্যে পণ্য দেয়ার লক্ষ্যে টিসিবি কার্যক্রম চালায়। নিয়ম অনুযায়ী, যাদের কাছে টিসিবির কার্ড আছে তারা সরকার নির্ধারিত দামে টিসিবির পণ্য কিনতে পারবে। এই নিয়মের ব্যতয় ঘটার কারণ কী সেটা আমরা জানতে চাইব।
আমরা বলতে চাই, টিসিবির পণ্য বিতরণে যে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে তা আমলে নিতে হবে। এসব অভিযোগের দ্রুত সুরাহা করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যেন পণ্য কিনতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ডিলার ক্যাফেতুল্লাহ মুঠোফোনে বলেন, আমি ৮ থেকে ১০ টি পণ্য কার্ড ছাড়া বিক্রি করে চলে এসেছি, বাকিগুলো ঠিকমতো দিয়েছি, এরপরে বিস্তারিত জানতে চাইলে তাকে বারবার ফোন করা হলেও পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।