সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ নভেম্বর) সকাল ১০ টার সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি শেষে বরগুনা পৌরসভা
মিলনায়তনে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ওলি উল্লাহ হাওলাদার এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।
এসময় আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম নাজমুল আহসান,
অত্র সংগঠনের উপদেষ্টা ডাঃ ইউনুস আলী, দৈনিক দীপাঞ্চাল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, এ্যাড. রেজবুল কবির, হানিফ হোসেন বাবু, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান সহ ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ, মানবিক বরগুনার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ সাংবাদিক আবুল হাসান, দেদায়াতুল্লাহসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।