• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিষখালীতে জেগে উঠেছে নতুন চর বামনা উপজেলায় রেকর্ড করার দাবীতে মানববন্ধন

report71
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ণ
বিষখালীতে জেগে উঠেছে নতুন চর বামনা উপজেলায় রেকর্ড করার দাবীতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
বিষখালী নদীর বামনা অংশে রুহিতা চর সংলগ্ন আর এটি নতুন চর জেগে ওঠেছে। গত কয়েক বছর ধরে চরটি প্রায় ৩শত একর জমি নিয়ে বিষখালীর বুকে দৃষ্যমান হয়েছে । কৃষিতে অপার সম্ভাবনাময় নতুন জেগে ওঠা এই চরটি বিষখালী নদীর পশ্চিম তীরে রুহিতার চর সংলগ্ন স্থানে জেগে ওঠায় বামনা বাসী চরটি বামনা উপজেলার সম্পত্তি দাবী করে রেকর্ডভূক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে দাবী জানান।
এদিকে বিষখালী নদীর পূর্ব সফিপুর ও রুহিতা গ্রামের কোল ঘেসে জেগে ওঠা নতুন চরটি বামনা উপজেলা ভূমি অফিসে রেকর্ডভূক্ত করার দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসীরা।
আজ সোমবার(১৮ নভেম্বর) সকালে উপজেলার গোলচত্ত্বরে মানববন্ধন কর্মসূচিতে রুহিতা ও পূর্বসফিপুর গ্রামের শতাধিক কৃষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহবায়ক ও পূবসফিপুর গ্রামের বাসিন্দা এনায়েত কবির হাওলাদারসহ দুই গ্রামের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে উপজেলার রুহিতার চরসহ বিভিন্ন চরের জমি বিপুল পরিমান অর্থের বিনিময়ে নদীর অপর তীরের বেতাগী উপজেলার মানুষদের ইজারা দিয়েছিলো। বামনা উপজেলার সীমানায় চরগুলো এ উপজেলার মানুষ ভোগদখল করবে এটাই নিয়ম। তাই নতুন জেগে ওঠা চরটি যেহেতু রুহিতার চরের পশ্চিম পাশে জেগে ওঠেছে তাই এটিও বামনার সম্পত্তি এটাকে কখনো আমরা বামনা বাসি হাতছারা করতে দিবোনা।
দ্রুত নতুন এই চরটি যাতে বামনা উপজেলা ভূমি অফিসে এ উপজেলার উপজেলার সম্পত্তি হিসাবে নথি ভূক্ত করা হয় মানববন্ধনে এমন দাবী বক্তাদের।
এ ব্যপারে বামনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাইনূল ইসলাম খান জানান, নদীর বুকে চর জেগে উঠলে সেটিকে সেটেলমেন্ট কর্তৃপক্ষ সার্ভে করেন। তাদের সারর্ভে শেষে জানা যাবে চরটি কোন অঞ্চলের সীমানায়। বিষখালী নদীতে জেগে ওঠা নতুন চরটির এখনো সার্ভে করা হয়নি। সার্ভে শেষ হলে সেটি বামনা উপজেলার সীমানায় হলে সেটির মালিক হবে বামনা আর তখন আমরা সেটিকে নথিভূক্ত করতে পারবো।